ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেনবাগে খেলনা মেরামত করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের খেলনা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ফকিরহাটের অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বীজবাগ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তোফাজ্জল। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে সেবারহাট একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি