ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রীন লাইন বাসে মিলল স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ২৩ জুন ২০২২

চট্টগ্রাম-কলকাতাগামী গ্রীন লাইন পরিবহনের একটি সিপিং বাসের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। 

স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে বারগুলো পায়।

মিনহাজ ছিদ্দিকী জানান, ‘‘গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে বেনাপোলের উদ্দেশ্যে আসা গ্রীনলাইনের একটি বাসে করে ভারতে স্বর্ণ পাচার হবে। পরে বাসটি বেনাপোল চেকপোস্টে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার (৭৬৬ গ্রাম) পাই। সীটের আসনধারী সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।’’ 

উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার টাকা বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি