ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৫ জনের মধ্যে চার জন শিক্ষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৪ জুন ২০২২ | আপডেট: ১০:৫৪, ২৪ জুন ২০২২

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় সিনএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ৪ জন শিক্ষক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলি বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়  ট্রাকটি। 

পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।পথে এই ঘটনা ঘটে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি