ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রায়গঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩  

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ২৪ জুন ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে কার্ভাড ভ্যানে তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১২ সদস্যরা।

এরা হলো ময়মনসিংহের গৌরিপুর থানার ফুলহর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে সোলাইমান মিয়া (২২), মৃত মইনুদ্দিন এর ছেলে শাওন মিয়া (২২), কুমিল্লার কোতয়ালী থানার দৌলতপুরের খোকন মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৪)।

র‍্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র‍্যাব-১২‘র স্পেশাল কোম্পানীর একটি টিম ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ থানার মা ফুড গার্ডেন হোটেলের সামনে অভিযান চালায় র‍্যাব। এ সময় একটি কার্ভাড ভ্যানে তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তখন মাদক বহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, র‍্যাব ১২‘র মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ। 

তিনি জানান, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি