ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরায় ট্রলারসহ ২ জেলে আটক

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৩, ২৪ জুন ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের পশুর নদীতে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে মোংলার সুন্দরবনের পশুর নদীর মরাপশুর ফরেস্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ বনে প্রবেশ করে মাছ ধরতে না পারে সেজন্য বন জুড়ে টহল বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে নিয়মিত টহলকালে বনের মরাপশুর এলাকায় ট্রলার নিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে দেখে দুই জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও হায়বাদ আলী শেখ (৪০)। 

এ সময় তাদের ট্রলার, জাল ও মাছের পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত এক হাঁড়ী মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর সন্ধ্যা ৬টার দিকে আটককৃতদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এ অভিযানে চাঁদপাই রেঞ্জের ফরেস্টার মোঃ মিজান ও মরাপশুর অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি