ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৯ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১, ২৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সদরে নয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল ওরফে পিচ্চি রাসেলকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার মো. রাসেল নোয়াখালী পৌরসভার মাইজদী মাস্টারপাড়া পাটোয়ারী বাড়ির মৃত চাঁনমিয়ার ছেলে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজিসহ আসামি রাসেলকে গ্রেফতার করে।

এসপি আরও জানান, গ্রেফতার রাসেল নয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় সুধারাম থানায় আরও একটি মামলা হয়েছে। 

শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি