ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ২৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান
(২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ শুক্রবার জানান, ভারতে সোনা পাচার হচ্ছে এমন খবরে কেঁড়াগাছির মজুমদার খাল এলাকায় অভিযান পরিচালনা করে একটি টহলদল। এসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাই-সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বারসহ তাকে আটক করা হয়। 

জব্দকৃত সোনার ওজন ১শ’ ১৪ গ্রাম। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

কামরুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি