ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিলেন মেহেরপুরবাসী

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ২৫ জুন ২০২২

ভার্চুয়ালী গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিয়েছেন মেহেরপুরবাসী।

উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেলা প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ। 

শহীদ সামসুজ্জোহা পার্কে বড় পর্দায় ভার্চুয়ালী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী ভাষণ ও অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো মেহেরপুরবাসী।

র‌্যালি ও উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী অংশ নেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাঃ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক ও যুগ্ম সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যসহ জেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সাংবাদিকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি