ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মেসির ৩৫তম জন্মদিন পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ২৫ জুন ২০২২

জমকালো আয়োজনে ফুটবল জাদুকর লিওনেল মেসির ৩৫তম জন্মদিন পালন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

শুক্রবার (২৪ জুন) শহরের এ মালেক কনভেনশন সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মাসুম খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক।

অনুষ্ঠান চলাকালীন সময়ে বক্তারা মেসির বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন করা হয়। 

একই সময় মেসির সমর্থকদের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল কনভেনশন সেন্টার। পরে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি