নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
প্রকাশিত : ১৫:১৭, ২৫ জুন ২০২২
নোয়াখালীর বেগমগঞ্জে চার কিশোর গ্যাং সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৪ জুন) রাতে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল নূর গ্লোব ফ্যাক্টরি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মধ্যম নাজিরপুরের কামাল হোসেনের ছেলে জোবায়ের হোসেন বিপ্লব (২০), আলী আহাম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), কামাল হোসেনের ছেলে মো. শামীম (১৮) ও আলীপুরের তাজুল ইসলামের ছেলে মো. আসিফ (১৮)।
এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো রামদ, দুটি ছোরা, একটি ধামা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও এসআই মো. সাঈদ মিয়া অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার আসামিদেরকে শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন