ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত মোংলা বন্দর কর্তৃপক্ষ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩২, ২৬ জুন ২০২২

বহুলকাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত মোংলা বন্দর কর্তৃপক্ষ। বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করেছে কর্তৃপক্ষ। 

রোববার (২৬ জুন) সকাল ১০টায় বন্দর কর্তৃপক্ষের জেটির প্রধান ফটক থেকে বের হওয়া র‍্যালীটি বন্দরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অংশ নেয়া বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা পদ্মা সেতু নির্মাণে সাহসি ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নানা স্লোগান দেন। 

র‌্যালী শেষে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, পদ্মা সেতু চালুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মধ্যে যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হলো তা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেতুর সুফলে খুব দ্রুতই এ বন্দরের আমদানী-রপ্তানী পণ্য, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং অনেক গুণে বেড়ে যাবে। 

আর এজন্য অবশ্যই বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আরও দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। 

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহিনুর আলমসহ অন্যরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি