ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৫, ২৬ জুন ২০২২

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে এক স্কুল ছাত্র সাপের কামড়ে মারা গেছে। নিহএর নাম জীবন (১২)। রোববার (২৬ জুন) দুপুর ১টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের পেছনে খেলা করার সময় এ ঘটনা ঘটে। জীবন ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে ও রঘুনাথপুর প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

জীবনের পিতা জানান, ছেলে স্কুল থেকে এসে আমার গরুর গোয়াল ঘরের পেছনে খেলছিল। এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জীবনের মৃত্যু নিশ্চিত করে জানান, ছেলেটির পায়ে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। সে পঞ্চম শ্রেণিতে পড়তো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি