ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুতে দুর্ঘটনা, গুরুতর আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ২৬ জুন ২০২২ | আপডেট: ০৮:৫৯, ২৭ জুন ২০২২

পদ্মা সেতুতে দুর্ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুন) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব গণমাধ্যমকে জানান, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি