ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জঙ্গি সন্দেহে রাজাপুরে যুবক গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২৭ জুন ২০২২

ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য সন্দেহে রেদোয়ান করিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকার র‌্যাব-৩ এর সদস্যরা।

রোববার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের ডিএডি মো. মাহে আলম জানিয়েছেন। গ্রেপ্তারকৃত রেদোয়ান ওই এলাকার হাফেজ মাহমুদ হোসেনের ছেলে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মাহে আলম বাদী হয়ে রোববার দুপুরে রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। সেই সাথে জব্দকৃত মোবাইলসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের এজাহারে বলা হয়েছে, র‌্যাব-৩ গোয়েন্দাদের তথ্য মতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। তাদের একটি বিশেষ দল রোববার ভোরে ঢাকা
থেকে এসে রেদোয়ানকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে। রেদোয়ান মোবাইল ফোনে অ্যাপস ব্যবহার করে বেনামী আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন।

আরও বলা হয়, বেনামী আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতো।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের করা মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি