ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ২৭ জুন ২০২২ | আপডেট: ১৪:১৭, ২৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম থেকে মেরিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়ীকে আটক করলেও পালিয়েছেন স্বামী মহিউদ্দিন।

সোমবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মেরিনা আক্তার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবর হোসেনের মেয়ে ও একই ওয়ার্ডের মহিউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ বছর আগে পারিবারিকভাবে মহিউদ্দিনের সঙ্গে বিয়ে হয় মেরিনা আক্তারের। সোমবার সকালে মোবাইল রাখা নিয়ে মহিউদ্দিন ও মেরিনার মধ্যে বির্তকের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর মেরিনার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গিয়ে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরিনাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আকবর হোসেন অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে মেরিনাকে শারীরিক নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। এসব নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। সোমবার সকালে মেরিনাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় মহিউদ্দিন।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়ীকে থানায় আনা হয়েছে। 

পরবর্তীতে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি