ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

জলিল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৮ জুন ২০২২

লক্ষ্মীপুরের রায়পুরে ইলেক্ট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুন রশিদ নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জলিল সর্দার রায়পুরের উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। দণ্ডিত হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মো. হযরত বেপারীর ছেলে। 

খালাসপ্রাপ্তরা হলেন আবুল কালাম ওরুফে কালু ব্যাপারী, মো. জাহিদ ওরুফে আবুল কাশেম, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার বিবরণে বলা হয়, আসামি হারুনুর রশিদ পার্শ্ববর্তী বেড়ির পাশে মোবাইল ফোনে ডেকে নেয় জলিলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বেলা ১১টার দিকে আওয়াল দেওয়ানের ধানক্ষেত থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা সিরাজ সর্দার ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি মামলা থেকে আক্তার হোসেনকে অব্যাহতি দিয়ে চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনকে খালাস ও যুবক হারুনুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি