ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার বিমানবন্দর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ২৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রবিন হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের উত্তর নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপপরিদর্শক ইফতেখার মাহমুদ।

নিহত রবিন হোসন শহরের ঝাউতলা এলাকার মোহাম্মদ শহীদের ছেলে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে তারা রবিনের লাশ সনাক্ত করেন।

নিহতের বড়ভাই ফজলে রাব্বি বলেন, 'রবিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে সোমবার বিকেল ৩টা থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক জায়গায় তাবে খোঁজাখুঁজি করেও পাইনি। এখন মর্গে এসে তার মরদেহ পেলাম। কী কারণে তার মৃত্যু হয়ে তা এখনো বলতে পারেননি নিহতের বড় ভাই।

এসআই ইফতেখার মাহমুদ জানান, 'কক্সবাজার বিমানবন্দরের উত্তর প্রান্তে নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নুনিয়ারছড়া এলাকা থেকে এক ব্যক্তিকে মৃত উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে আনা হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে সনাক্ত করে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি