ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬, ২৯ জুন ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লার ট্রেনে কাটা পড়ে সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্র নূর হোসেনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ইসদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের সহপাঠীরা জানান, সকাল সাড়ে নয়টার ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা ট্রেনে পাগলা স্টেশন থেকে উঠে নূর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকায় গেলে দরজার সামনে থেকে পড়ে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রেল পুলিশের নারায়ণগঞ্জের উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি