ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মসজিদের পুকুরে মিললো কিশোরের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ২৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের তিন ঘণ্টা পর মসজিদের পুকুরে মিললো আরিফুল ইসলাম মিরাজ (১৪) নামের এক কিশোরের মরদেহ। 

বুধবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করা হয়। ওই তিন মাগরিবের নামাজ পড়তে গিয়ে সে আর বাড়ি ফিরেনি।

নিহত আরিফুল চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জাহিদ মিলনের ছেলে।

চরহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি মৃগী রোগী ও প্রতিবন্ধী ছিল। নামাজের অজু করতে গিয়ে হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। বিষয়টি কেউ দেখেনি। পরে রাতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। 

চেয়ারম্যান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বুধবার সকাল ৯টায় নিহত কিশোরের মরদেহ দাফন করা হয়েছে।

নিহতের বাবা জাহিদ মিলন বলেন, “আমার ছেলে নামাজের অজু করতে গিয়ে পুকুরে পড়ে যায়। আমার কোনো অভিযোগ নেই। সবাই তার জন্য দোয়া করবেন।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার না চাওয়ায় মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি