ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কবির হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২৯ জুন ২০২২

নরসিংদীর বেলাবর ব্যবসায়ী কবির হোসেন (৪০)কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফলে ঢাকা-সিলেট সড়কের দুই দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরে হাইওয়ে পুলিশ এবং বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় এলাকাবাসী।

বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ জানান, গত শনিবার (২৫ জুন) দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, নিহত কবির হোসেন খামারের চর গ্রামের আব্দুল হাইর ছেলে ও বারৈচা বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী। কবির হোসেন স্থানীয় একটি হত্যা মামলায় আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি