ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেনবাগে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৯, ২৯ জুন ২০২২

নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) ভোররাতে কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রাম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইয়ারপুর গ্রামের সিরাজ মিয়ার মালিকানাধীন মেহরাজ দধি দোকানের পাশে রেইনট্রি গাছের নীচ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেন।

ওসি আরও বলেন, এলাকায় পুলিশি তৎপরতার ফলে কোনো অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে পারে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করে তদন্ত অব্যাহত রয়েছে। 

অনুসন্ধানে কারো সম্পৃক্ততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি