ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে কোভিড শনাক্তের হার ৬৭ শতাংশ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাগেরহাটে। গত তিনদিনে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, বাগেরহাটে কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত তিনদিনে ১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নমুনা পরীক্ষা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যাও বাড়বে। এই অবস্থায় সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এদিকে সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নানা উদ্যোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করীম বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদের ৬টি নির্দেশনা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণসহ জনসচেতনা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ শুরু হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি