ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিশু তাসপিয়া হত্যা: কিশোর গ্যাং গ্রুপের মইফুল গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ২৯ জুন ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) হত্যার ঘটনায় মইফুল ইসলাম (২৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এনিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো এই ঘটনায়।

বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপারে মো. শহীদুল ইসলাম। এর আগে সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. সবজেল হোসেন অভিযান চালিয়ে বেগমগঞ্জের হাজীপুর থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার মইফুল ইসলাম বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে। তিনি এ ঘটনায় গ্রেফতার মূলহোতা রিমনের কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য।

নোয়াখালী পুলিশ সুপারে মো. শহীদুল ইসলাম বলেন, বাবার কোলে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু তাসপিয়া হত্যার কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। এর আগে ১৯ এপ্রিল রাতে সূবর্ণচরের চরক্লার্ক থেকে প্রধান আসামি রিমনসহ পাঁচজনকে গ্রেফতার করে র‌্যাব। এনিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো।

গত ১৩ এপ্রিল বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে জমির মাটি কাটা নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন। 

পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া কুমিল্লায় মারা যায়।

শিশু তাসপিয়া নিহত হওয়ার ঘটনায় ১৪ এপ্রিল তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে অধিকতর তদন্তের জন্য পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি