ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২৯ জুন ২০২২

নরসিংদীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের নবীপুরা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার ভুক্তভোগী ওই গৃহবধূকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই নারীর অভিযোগ, মঙ্গলবার প্রতিবেশি এক পরিবারের বিরুদ্ধে সদর থানায় মারধর ও শীলতাহানির লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয় প্রতিবেশি বাদলসহ অভিযুক্তরা। এ ঘটনার জেরে রাতে ওই মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাদল মিয়া (৫০) ও অজ্ঞাত আরও এক ব্যক্তি ঘরের টিন ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। 

এ সময় তাকে ব্যাপক মারধর করে হুমকি দিয়ে পালিয়ে যায়। এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি পুলিশ, তবে খবর পেয়ে ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি