ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ মোংলায় বিক্রি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১০, ৩০ জুন ২০২২

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রবেশ করে ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ নিলামে বিক্রি করা হয়েছে। 

বুধবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলার ফেরিঘাট এলাকায় সামুদ্রিক ১৩ প্রজাতির মাছের নিলাম দেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় উম্মুক্ত নিলামে আড়াই টন মাছ সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়। নিলামে মাছ বিক্রির এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। 

নিলাম পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ও জুনিয়র মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমানসহ অন্যরা। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর সদস্যরা ৮টি ভারতীয় ট্রলার আটক করেন। 

এরপর মঙ্গলবার (২৮ জুন) রাতে ৪টি ট্রলার ও ৬৭ ভারতীয় জেলেকে মোংলার দিগরাজ নৌঘাটিতে আনেন নৌবাহিনী। পরে রাত তিনটার দিকে ভারতীয় ৪টি ট্রলারে থাকা ১৩ প্রজাতির ২ হাজার ৫শ’ কেজি মাছ মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন তারা। 

এ মাছের মধ্যে রয়েছে ইলিশ, কামট, লইট্যা, ঢেলা, কাকড়া, মোচন, তাড়ুল, কৈভোল ও শাপলাপাতাসহ ১৩ প্রজাতির মাছ। এরপর নিলামে বিক্রি করা সাড়ে ৪ লাখ টাকা দুপুরেই সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি