ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতিপক্ষের হামলায় মুদি দোকানদারের মৃত্যু, আহত ৫

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৫, ৩০ জুন ২০২২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মুদি দোকানদার কামরুল শেখ (৪০) নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরুলিয়া গ্রামের সাহাদত সরদার এবং কিসলু শেখের লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সাহাদত সরদারের লোকজন সড়কিসহ দেশি অস্ত্র দিয়ে কিসলু শেখের লোকজনের ওপর হামলা চালায়।

প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ, সবুজ শেখ, জাকির শেখ, ইমরুল শেখ ও মঞ্জুরুল শেখ গুরুতর আহত হন। এদের মধ্যে কামরুলের মৃত্যু হয়েছে। অন্যদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ওসি তাসমীম আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি