ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষক হত্যা ও লাঞ্ছিতের প্রতিবাদে বরগুনায় সমাবেশ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ৩০ জুন ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত এবং সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ হয়েছে বরগুনায়।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব চত্বরে প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বরগুনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোলেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা সোহেলী পারভিন ছবি, প্রেসক্লাবের সেক্রেটারী সোহেল হাফিজ, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্ত রঞ্জন শীল, জেলা আইনজীবী সমিতি ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার এবং কমরেড অ্যাডভোকেট নাজমুল আহসান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি