ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ৩০ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় দায়ের করা মামলার আসামি মহব্বত আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী নামক এলাকা থেকে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, গত ২৬ জুন সকালে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বিদ্যালয়ের পাশে থাকা বাজারে কিছু কিনতে যায়। এ সময় বুধন্তী এলাকার বাজাইন্না বাড়ির মো. তোরাব আলীর ছেলে মহব্বত আলী (৪৫) শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটা নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে এলাকার মানুষ চলে আসায় মহব্বত আলী ভয়ে তাকে ছেড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিশুটি প্রতিবন্ধী। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি