ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ৩০ জুন ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত কুমার সাহা জগাই (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষগাতী মহল্লার সুশীল কুমার সাহার ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীক কাজে মোটরবাইক নিয়ে সলঙ্গায় যাবার পথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নিঝুম পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় তার বাইক। এতে  ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
 
ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও ড্রাইভার হেলপার পালিয়ে যায়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি