ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দুই মাদক কারবারি আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:২০, ৩০ জুন ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৯০ বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ীসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মোড় থেকে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন, উপজেলার বনগাঁও কালিতলা গ্রামের নঈমুদ্দিনের ছেলে জাহেরুল ইসলাম (২৮) ও একই উপজেলার বনগাঁও হাবুপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭)। 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মোড় থেকে দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ৯০ বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, নগদ ৫ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

এই বিষয়ে মাদক আইনে হরিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোর্পদ করলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এমএম/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি