ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টা, ৭ দিন পর মামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার সাতদিন পর মো.সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর নানী বাদি হয়ে থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাসহ আসামি গ্রেফতারে অভিযান চলছে।

অভিযুক্ত সাদ্দাম কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।  

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সঙ্গে নানার বাড়িতে থাকে। গত ২৪ জুন (শুক্রবার) সকাল ৭টার দিকে প্রতিবেশী সাদ্দাম হোসেন শিশুটির সঙ্গে খেলতে খেলতে ঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষনচেষ্টা চালায়। 

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি