ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় মাদক কারবারি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৩, ১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বরগুনার ছোট লবনগোলা এলাকা থেকে ৩০০পিস ইয়াবা ও ২ গ্রাম আইস-সহ মো. ছগির (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০১জুলাই) সকাল ৬টার দিকে ছগিরের বসত ঘরে তল্লাশি করে ৩০০পিস ইয়াবা ও ২ গ্রাম আইস পাওয়া যায়। এসময় ছগিরকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন আরও জানান, ছগির আনেক দিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করে সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি