ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ২ জুলাই ২০২২

দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরসরাইয়ের মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামের যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) রাত ১১টায় আলআইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাছান মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের মোহাম্মদ আবু ভান্ডারির পুত্র।

হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি একসাথে পড়াশোনা করেছি। এসএসসি পাসের পর সে জীবিকার সন্ধানে কয়েক বছর আগে দুবাইতে চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানীতে ডেলিভারির কাজ করতো। শুক্রবার রাতে মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভুঁইয়া বলেন, আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি দুঃখজনক। লাশ দেশে নিয়ে আসতে কয়েকদিন সময় লাগবে। এখান থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি