ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়া জ্বরে বাংলাদেশি যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ২ জুলাই ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.


জীবিকার তাগিদে দেশ ছাড়ার এক মাসের মাথায় দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন নোয়াখালীর যুবক হাবিবুর রহমান তপু (১৮)।

শুক্রবার (১ জুলাই) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তপুর বড় ভাই মোঃ আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যালেরিয়ায় মৃত্যু তপু নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মোঃ আনার উল্লাহর ছেলে। 

তপুর বড় ভাই মোঃ আলাউদ্দিন জানান, গত ৩ জুন বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হয় তপু। সেখানে অবস্থানরত তপুর ভগ্নিপতি মোঃ সোহেল এক দালালের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী দালাল তপুকে মোজাম্বিক ও লেসেথুর বিভিন্ন বন-জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌছায়। যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে। 

আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ্বর আসে তার। সেখানে চিকিৎসকের শরণাপন্ন হলে তার ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। সবশেষ, ৩০ জুন ম্যালেরিয়া জ্বর ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

তার মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, জীবিকার সন্ধানে প্রবাসে যাওয়া তপুর অকাল মৃত্যুর বিষয়টি শুনে কষ্ট পেয়েছি। তার পরিবারের খোঁজ-খবর নিয়েছি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি