ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ২ জুলাই ২০২২

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উল্টাখালীতে আজিজুল হক নামের এক যুবককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া একটার দিকে বাড়ির পাশে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। ঘটনার রহস্য জানা যায়নি। লাশ ঘিরে স্বজনদের আহাজারি চলছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।

তিনি বলেন, বাড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এলাকাবাসীর বরাত দিয়ে মোঃ সেলিম উদ্দিন জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। গ্রামবাসীর ধারণা চিহ্নিত প্রতিপক্ষরাই ঘটনাটি ঘটিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি