ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

কলারোয়া সীমান্তে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কলারোয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ২ জুলাই ২০২২

কলারোয়া সীমান্ত থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামান (৩৪) নামের এক যুবক আটক হয়েছে। সে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে। শনিবার (২ জুলাই) সকালে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার-১৩ সাব পিলার-৩ এর ৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। 

এসময় সেখান থেকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামানকে আটক করা হয়। জব্দ করা অস্ত্র দুটির আনুমানিক বাজারমূল্য এক লাখ ১০ হাজার ২৪০ টাকা বলে জানা গেছে।

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক যুবককে কলারোয়া থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি