মোংলায় মিঠাখালীর মৎস্য ঘেরে গ্যাসের সন্ধান
প্রকাশিত : ২২:৩৮, ২ জুলাই ২০২২
বাগেরহাটের মোংলায় মৎস্য ঘেরে বালি উঠানোর সময় ভুগর্ভস্থ গ্যাসের সন্ধান মিলেছে। এসময় গ্যাসের সঙ্গে তীব্র বেগে বালি ও পানি মিশে প্রায় ১৫০ ফুট উপরে ছড়িয়ে পড়ে। এরপরই গ্যাস ওঠার বিষয়টি বুঝতে পারেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনা জানাজানি হলে গ্যাস বাহির হওয়ার দৃশ্যটি দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ।
শনিবার (২ জুলাই) বিকেলে সরেজমিনে মিঠাখালীর মধ্য পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দেলোয়ার হোসেনের মৎস্য ঘের থেকে গ্যাস উঠছে। এমন দৃশ্য দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ।
উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ৩ বিঘা জমিতে বালি তোলার জন্য মৎস্য ঘেরে পাইপ বসানোর সময় হঠাৎ পাইপ দিয়ে গ্যাস ওঠা শুরু হয়। এসময় দেখতে পাই পাইপ বসানোর সময় হঠাৎ ৫০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠতে থাকে। তাৎক্ষণিকভাবে একটি ড্রাম দিয়ে পাইপ বসানো হয়। সেই পাইপ লাইন থেকে আমরা এখন রান্নার কাজ করছি।
তিনি আরও বলেন, এর আগে প্রায় ৫/৬ বছর আগে এই মৎস্য ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উঠানোর জন্য পাইপ বসালে তখন গ্যাসের সন্ধান পেলে বালি উঠানোর কাজ বন্ধ করে দেই আমরা। এখন দেখি সেখান থেকে আবারও গ্যাস উঠছে।
গ্যাস দেখতে আসা দক্ষিণ চাঁদপাইয়ের বাসিন্দা ও তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির মোংলা শাখার আহ্বায়ক নূর আলম শেখ বলেন, আমরা শুনেছি এই এলাকার একটি মৎস ঘের থেকে গ্যাস উঠছে। এসে সত্যিই দেখি গ্যাস দিয়ে তারা রান্না বান্না করছে। এসময় তিনি বলেন, মাটির নিচের প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ। গ্যাস সম্পদ উত্তোলন-সংরক্ষণ ও বিতরণ করে দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের কাজে লাগাতে হবে।
এছাড়া চিংড়ি ঘের থেকে তীব্র বেগে গ্যাসের উদ্গীরণ হচ্ছে। স্থানীয় মানুষ লোকায়ত জ্ঞানকে কাজে লাগিয়ে পাইপ দিয়ে গ্যাসের চুলার সাথে সংযোগ ঘটিয়ে রান্নাবান্না করছে। সরকারেরর কাছে গ্যাস অনুসন্ধানের দেশিয় প্রতিষ্ঠান বাপেক্স'র মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর করণীয় প্রদান করে এলাকার মানুষের উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটানোর দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, এঘটনা তিনিও শুনেছেন, রোববার (৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে, বিষয়টি সম্পর্কে জানাবেন তিনি।
কেআই//
আরও পড়ুন