ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময়ে তাদের হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রোববার সকাল আটার দিকে উপজেলার গোপিন্দি এলাকায় তাদের ঘরের ভেতর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা। ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ।

নিহতরা হলেন বিধবা রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ৮ বছরের ছেলে তালহা ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের বাড়ির গেটের তালা ভাঙা দেখা যায়। এসময় প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে কোন সারা শব্দ না পেয়ে সেখানে গিয়ে দেখে ছেলের মরদেহ ঘাটের উপর আর মেজেতে রক্তাক্ত মরদেহ অবস্থায় মায়ের লাশ। 

পরে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।

আড়াইহাজার থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা রয়েছে।

তিনি আরও জানান, মা ও ছেলেকে যারা জবাই করে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি