ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২ কেজির অধিক হেরোইনসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময়ে মাদক সরবরাহে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
 
রোববার (৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজ রহমান। এর আগে শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের শামচুল হুদা লোকমানের ছেলে রাশিদুল হক মনি (২২), একই থানার ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)। 

র‌্যাব কর্মকর্তা মোস্তাফিজ রহমান জানান, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানায় মামলা দিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি