ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মসজিদের ভেতরে মুয়াজ্জিনকে মারধর, আটক ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে মুয়াজ্জিন ও এক মুসল্লিকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগমের ছেলে ও স্বামীকে আটক করেছে থানা পুলিশ। 

রোববার সকালে পৃথক দুটি জায়গা থেকে তাদেরকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হলেন আ’লীগ নেত্রী হাসিনা বেগমের ছেলে হাবিব আরমান ও স্বামী আব্বাস আলী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় তুচ্ছ ঘটনা নিয়ে চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদের ভেতরে মুয়াজ্জিন নিজাম উদ্দিন (৭৫)কে মারধর শুরু করেন ইউনিয়ন আ’লীগ নেত্রীর ছেলে হাবিব আরমান। এসময় মুয়াজ্জিনকে উদ্ধার করতে গেলে তার বড় ভাই মুসল্লি আকবর আলীকেও বেধরক পিটুনি দেয়া হয়। 

পরে মুসল্লিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আকবর আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, মসজিদের ভেতরে ডুকে মুয়াজ্জিন ও মুসল্লিকে মারধর একটা অমানবিক ঘটনা।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি