ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে পানিবন্দি মানুষকে ঈদ উপহার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৩ জুলাই ২০২২ | আপডেট: ১৫:১০, ৩ জুলাই ২০২২

মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ে পানিবন্দি মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন ঢাকা সরকারী তিতুমীর কলেজের এইচএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার সকালে জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পানিবন্দি শতাধিক পরিবারের মধ্যে ঈদের সেমাই, নতুন কাপড়, পোলাও এর চাল, দুধ ও তেল-ডালসহ প্রয়োজনীয় ৯ প্রকারের জিনিসপত্র বিতরণ করা হয়। 

এ সময় হাত খরচের জন্য প্রত্যেক পরিবারকে দেয়া হয় নগদ অর্থ।

নিজ হাতে প্যাকেট করে কুলাউড়া এসে বন্যার্ত মানুষের হাতে হাতে এই ঈদ সামগ্র্য তুলে দেন তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সরকারী তিতুমীর কলেজের এইচএসসি -৯৩ ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীম রেজা, সাইদুজ্জামান রনি, মো: ওয়াহিদুল ইসলাম, মো: চাঁন মিয়া সরদার, মরিয়ম বিনতে হুসাইন কেয়া, আব্দুল্লাহ আল মারুফ ও আমান উল্লাহ।

তাদের এ ত্রাণ কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগীতা করেন কুলাউড়া কাদিপুর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান গিলমান আহমদ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।

পরে তারা কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়ন ও বড়লেখার আরও কয়েকটি পরিবারকে সহায়তা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি