ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত      

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৭, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। রোববার দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু বোঝাই একটি ট্রাক বোয়ালমারী থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কলিমাঝি ইটভাটার নিকট এসে পেছন দিক থেকে দ্রুতগামী ট্রাকটি একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী উপজেলার রুপপাত ইউনিয়নের টেংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্না বিশ্বাস ও তার ৬ বছরের শিশু কন্য প্রজ্ঞা বিশ্বাস নিহত হয়।

এদুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত ২ জনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি