ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৮, ৩ জুলাই ২০২২

কক্সবাজারের খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে।

রোববার (৩ জুলাই) রাত ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত ৭টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এঘটনার সত্যতা নিশ্চিত কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর মডেল থালার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি