ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ৪ জুলাই ২০২২

আটককৃত ছিনতাইকারী জুনায়েদ

আটককৃত ছিনতাইকারী জুনায়েদ

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হারুন অর রশীদ নামে সদর থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। 

রোববার (৩ জুলাই) জেলা শহরের পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআইকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় জুনায়েদ আহমেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। সে শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আলমগীর মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, পৈরতলা কাওয়ালিহাটি এলাকায় মসজিদের কাছে তিন ছিনতাইকারীকে ধরতে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ সময় জুনায়েদ নামে এক ছিনতাইকারী এএসআই হারুনকে ছুরিকাঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি