ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আড়াই ঘণ্টার চেষ্টায় মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ৪ জুলাই ২০২২ | আপডেট: ১৩:৪৪, ৪ জুলাই ২০২২



ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে  এসেছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানার আগুন।

সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। 

এর আগে সকাল ৯টায় উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের একটি কার্টন তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ মোট ১৪টি ইউনিট যোগ দেয়। 

মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল ৯ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দুলাল মিয়া জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ভেতরে ক্যামিকেলের সন্ধান পাওযা গেছে। এ কারণে আগুন বেড়েছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ মারা যায়নি, তবে ৩ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি