টঙ্গী রেলস্টেশন অবরোধ, এক ঘন্টা বন্ধের পর ট্রেন চলাচল শুরু
প্রকাশিত : ১৪:২৩, ৪ জুলাই ২০২২
ছাঁটাই না করার দাবিতে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন অবরোধ করে রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন রেলযাত্রীরা।
সোমবার দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, সোমবার দুপুরে ছাঁটাই না করার দাবি ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা। এক পর্যায়ে তারা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে অবস্থান নেয়।
এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জয়দেবপুর রেলওয়ে জংশন, বিমান বন্দর স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী।
পরে দুপুর পৌনে ১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান স্টেশন মাস্টার আব্দুর রাকিব।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক টঙ্গী শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গেইট কিপারসহ রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা অংশ নেন।
এএইচ
আরও পড়ুন