ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষকের বাড়িতে বোমা, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখীতে কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়িতে বোমা রাখার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বাড়ির সবাইকে নিরাপদে সরিয়ে এনে লাকা ঘিরে রেখেছে পুলিশ। 

সিআইডির একটি টিম বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। 

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরাশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন জানান, রোববার রাতে একজন ফোন করে বলে যে ‘তোর খাবার ঘরের মিসস্রেফের নিচে অস্ত্র রয়েছে। পরে তোর সাথে কথা হবে।’ এরপরই যেয়ে দেখি কার্টুনের মধ্যে টেপ মোড়ানো লম্বাটে বোমা। 

সোমবার সকালে থানা পুলিশকে অবহিত করি। এরপর তারা বোমাটি উদ্ধারের জন্য আসে।

এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, আমরা বোমা স্বাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করতে র‌্যাবকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি