ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেওলী মোড়ে গরু ভর্তি ট্রাকের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জান্নাতুল ফেরদৌস দর্শনা জয়নগরের মিঠু ইসলামের মেয়ে। সে দীর্ঘদিন যাবত  নানা বাড়ি দেওলী গ্রামের নবীরুদ্দিনের বাড়িতে খাকে। পিতার সাথে সম্পর্ক না থাকায় মায়ের সাথে তার নানা বাড়িতে বসবাস করতো জান্নাতুল।

পুলিশ জানায়, আজ দুপুরে শিশু জান্নাতুল ফেরদৌস মায়ের সাথে দোকানে আসে। এসময় হঠাৎ করে জান্নাতুল রাস্তার পার হতে যায় এবং কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদাগামী গরু ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় জান্নাতুল। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ট্রাক ও চালককে আটক করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি