৮৫ কেজি গাঁজাসহ সরাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত : ২৩:৫০, ৪ জুলাই ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ মো. আবু বক্কর সিদ্দিক প্রকাশ মঞ্জিল-(২৫) ও মো. মাসুদ রানা-(১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সোমবার সকালে উপজেলার কুট্টাপাড়া ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দিক প্রকাশ মঞ্জিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়ার মৃত মনির খাঁনের ছেলে ও মাসুদ রানা একই উপজেলার মনু মেম্বারপাড়ার মাহতাব মিয়ার ছেলে।
সোমবার বিকেলে র্যাব ভৈরব কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি ট্রাক আটক করে। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৮৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন