ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের সৈকত থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ৫ জুলাই ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকত (ফাইল ছবি)

কক্সবাজার সমুদ্র সৈকত (ফাইল ছবি)

কক্সবাজার সৈকত থেকে মোহাম্মদ জায়েদ (৫) ও মো: রিয়াদ (৬) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসলে এই ২ শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশুরা হলো কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় সোমবার বিকাল ৩টার দিকে ওই দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অবশেষে রাত ১টার দিকে সৈকতের দুই স্থানে দুজনের লাশ পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া দুই শিশুকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি